পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ কৌতুক নাট্য । হ্যাম । বটে ! টেরি বাকাতে ধরেছে । তবেই হয়েছে । আমীদের হরি অমন ভাল ছেলে ছিল, যেদিন দেখলাম চুল ফিরিয়েছে, বলব কি মশায় তার পর দিন থেকে সে স্কুল ছেড়ে দিলে! মাষ্টার । এরও সে উদ্যোগ হয়ে এসেছে, কিন্তু বড় মামুষের কথা বলতে ভয় করে, যদি প্রকাশ হ্যাম । পাগল নাকি । ওসব ভাবতে হবে না, বলুন দেখি ৰ্যাপীরটা কি ? মাষ্টার । (চুপে চুপে আরম্ভ করিয়া প্রকাশ্যে) মানিক বলছিল তার বাপকে বলে একদিন ষ্টার থিয়েটার যাবে, চৈতন্যলীলা তার ভারী দেখতে ইচ্ছে হয়েছে । গ্রাম । ষ্টার থিয়েটার । হাহীঃ আমিত বলেইছিলাম ! মাষ্টার । কিন্তু একটা কথা,--তার বাপ যে যেতে টাকা দেবে ত৷ আমার মনে হয় না, তিনি তেমন পাত্রই নন । শ্যাম । তা বাপে না টাকা দিলে কি আর অন্য উপায় নেই ? আমি ছেলেবেলা যখন টাকা চেয়ে না পেতুম তখন মা ঘুমোলে আস্তে আস্তে চাবিটি নিতুম। তা তার যখন যেতে ইচ্ছা হয়েছে সে অবশুই চুরি করেছে । মাষ্টার । (অাশচর্যা ভাবে) সত্যি নাকি ? তাই বটে ! একদিন আর্মি পড়াতে গেছি, দেখি সে তার বাপের ডেক্সর কাছে বসে আছে ; আমাকে দেখে তখন নিজের ডেক্সের কাছে এল ! শ্যাম । দেখলেন । সে নিশ্চয়ই ডেক্স ভাঙ্গছিল, আপনাকে দেখে সরে পড়লো সঙ্গেহ মাত্র নেই ! মাষ্টার । বলেন কি-সন্দেহ মাত্র নেই ? শ্যাম । যেমন নিঃসন্দেহ আমি আছি ।