সৌন্দর্য্যানুরাগ। পত্নী পুকুর ধারের সোপানে একখানি বই হাতে আসীন, স্বামীর আগমন ও নিকটে উপবেশন । স্বামী। কি পড়া হচ্ছে ? রসময়ের অসময়ে আবির্ভাব হোল না কি ? স্ত্রী । না না এস এস. একলা পড়ে মন উঠছে না—একবার শোন দেখি, এব:র আর বলতে হবে না স্তুে ইংরাজিতে অমন ঢ়ের অাছে। স্বামী । যে মত্ত দেখছি ভয় হচ্ছে যে ! একেবারে দেখে মনটা হারিয়ে ফেলে না। আমার যেন শেষে হাহা ক'রে বেড়াতে না হয় । झी । ( ट्रांगिब्रl ) यन श{tनईं दtप्ले-श्राँ२1 कि 5भ९कfद्र १र्मभ। সহjই মোহিত না হয়ে থাকা যায় নf— সুকোমল চরণ কমল কুটি ছোয় কি না ছোয় মাটী, অচিল ধরায় পড়ে লুটি । করে পদ্ম ফুল করে চুল গুল অললিত অাখি সম মাধো আধো ফুটি । কি চমৎকার—বল দেখি ? স্বামী । তাইত ! ( বইখানি হাতে লইয়া ) স্বপ্নপ্রয়াণ ? নামটি ভাল। তা পড়ৰ এখন, এখন থাক। আমার কি ভাই জান—সৌন্দর্ঘ্য রসে মিছরির মত আমাকে এত শীঘ্ৰ গলিয়ে ফেলে যে ও সব পড়তে বড় ভয় করে। বিশেষ এখন তোমার সঙ্গে স্থটো কথা কইত্তে এলুম—তাহলে আর তা হবে না। কিন্তু তুমি ভাই ঐ বর্ণনার সৌন্ধৰ্য্য §o really osti appreciate otag—
পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।