ব্যাঘ্র সভা । সভাপতি ব্যাঘ্র । সভ্যগণ, আমরা সুসভ্য ব্যাঘ্ৰজাতি, পশুদিগের মধ্যে আমরা:সৰ্ব্বাপেক্ষা উন্নত। এই উন্নতির কারণ— প্রথম সভ্য। আমাদের খরধার দস্তনথ, আমাদের র্দীতের জোরের কাছে দাড়ায় কার সাধা ? দেশকে দেশ আমরা এই দাত নখের প্রভাবে উচ্ছন্ন দিই । সভাপতি। ( জিভ কাটিয়: ) উতৃ অমন কথা বলিবেন না । মনের জোরই আমাদের প্রধান জোর । স্বাধীন চিন্তা, স্বাধীন বাক্য, স্বাধীন বাণিজ্য ইহাই আমাদের উন্নতির কারণ। আমরা সেখানে যাই এই স্বাধীনতা বিস্তৃত করি, বিশ্বজনীন উন্নতির ভিত্ত্বি পোথিত করি । দ্বিতীয় সভ্য। উত্তম, উত্তম, আমরা উন্নত উদার বাস্থ জাতি । আমাদের যেরূপ সুবিধা সেইরূপ বাক্য সুতরাং আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন বাক্য— তৃতীয়। স্বাধীন বাণিজ্য । গরু ছাগল আমাদিগকে অনবরত রক্ত যোগায় সে জন্য তাহাদিগকে আমাদের কিছুই দিতে হয় না। (সহসা একজন শৃগাল সভাকে দণ্ডায়মান হইতে দেখিয়া) কি হে তুমি কি বলিতে চাও ? শৃগাল। আমি শুধু একটি স্বাধীন বাকা বলিতে চাই— দ্বি, দ। বেটা তুমি স্বাধীন বাক্য বলিবে ? তোমাকে এই উন্নত ব্যাঘ্র জাতির সহিত একাসনে বসিতে দিয়াছি-ইহাই যথেষ্ট, আবার স্বাধীন বাক্য ! ধর বেটাকে । সকলের আক্রমণ, শৃগালের পলায়ন।
পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।