ব্যাঘ্ৰ সভা । ৩৯ ব্যাঘ্ৰ দৃতের প্রবেশ । দৃত। মশাররা গো, মশায়রা গো, আর স্বাধীনতা না, এ দিকে গেীখানার বড় গরুটা যায় ! সভাপতি। বড় গরুটা যায় । তার পা দুট যে খেয়ে রাখা গেছে, যাবে কি করে ? দূত । সে যাবে না মশায়, তাকে নিয়ে যাবে। সভা। কে নেবে কে ? দৃত। কে আবার ? ভালুক ভায়, তার ডাক এতক্ষণ আপনার কেউ শোনেন নি ? সভা। ভাগক ভায় । গোঁপানার নেকড়ে খানসাম কি করছে ? ভালুকের কাণ পাকড়ে ধরুক না । দৃত। সে ত মশায় পাকড়াতেই গেছে । সভা । তবে খবর ? দূত। খবরেরই মশায় মভাব। নেকড়ের খবর ত এখনো পাex যাচ্ছেন । প-স। সত্যি না কি ? সভা । তাইত, নেমকের চাকর, বিড়ালট বল কুকুরটা বল যখন তখন আমাদের যোগাচ্ছে তার দেখা নেই ? দ্বি-স। তার জন্যই ত এমন পেট ফুলিয়ে বসে আছি, আর তার দেখা নেই ? তৃতীয়। গেল গেল সব গেল, গরু গেল, নেকড়ে গেল, হায় হায় সৰ গেল ! সকলের উচ্চৈঃস্বরে ক্ৰন্দন । সভাপতি । ( ব্যগ্রভাবে ) আর কেঁদ না—সভ্যগণ, আমি এখনি খোজ নিতে পাঠাচ্ছি।
পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।