পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e কৌতুক নাট্য। গোঁখান । একজন ব্যান্ত্রের প্রবেশ । ৰ্যন্ত্রি। বলি ও নেকড়ে ভtal হেথায় আছহে । ( মেকড়েকে দেখিয়া ) এই যে নেকড়েজি—খবরটা কি বল দেখি ? পাকড়ালে ? নেকড়ে। প্রভু, এভক্ষণ তা কি বাকী থাকে, সে অনেকক্ষণ হয়ে গেছে । ব্যাস্ত্র । ( জালাদে ) বেশ হয়েছে-ভালুক ভীয়া কেমন জঙ্গ ! কিন্তু কোথায় রেখেছ বলদেখি ? নেকড়ে । ভালুক ভায় ! তাকে কেন পাকড়াব ? সিংহ। তবে কাকে । নেকড়ে। যাকে পারব তাকে। ভালুক পাকড়ান কি সহজ নাকি ? ভালুক ত ভালুক—মশার কাবুলি বেড়ালটাকে ধরতে গিয়ে দেখুন ন গারে এখনো আঁচড়ানোর দাগ ! ব্যাঘ্র । তবে কাকে পাকড়ালে নেকড়ে সাহেব ? নেকড়ে । দুটা ফড়িং। ব্যাঘ্র । ফড়িং ! কই ? নেকড়ে। একটাকে ঐ বর্ণার কোনে মেরে রেখে এসেছি। আর একটাকে এই পাহাড়ে মারতে চলেছি। ব্যাঘ্র তাছার বুদ্ধি বিক্রমে মুগ্ধ হইয়। নতজানু হইলেন। सोच्नडौ ५२as