পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিজস্ব সম্পত্তি । সঙ্গীক নবীন বাবু ও তাছার ভাগনাপতি রাখাল বাবুর কথোপকথন স্থলে নবীন বাবুর খালী-পতি নভেল লেখক ব্রজ বাবুর প্রবেশ । রাখাল । চুপ চুপ ঐ যে ব্ৰজবাবুই আসছেন! স্ত্রী। এই যে জামাই বাৰু ? নাম করতে করতে যে এসে উপস্থিত অনেক দিন বঁাচবে ! নবীন। দাদাঠাকুর, আসতে আজ্ঞে হোক। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল ! ব্রজ। বসিয়া) তা বইখানা কি পড়া হয়েছিল ? নবীন। আরে, তার কথাই ত হচ্ছিল, চমৎকার! রাখাল। এর কাছে বঙ্কিমবাবুও দাড়াতে পারেন কি না সন্দেহস্তল। ব্রজ । দেখ রাখাগ, তোমাদের সমালোচনা শক্তির প্রতি আমার অগাধ শ্রদ্ধা ; এ পর্য্যন্ত এমন সমালোচক কিন্তু আর দেখলুম না। স্ত্রী। ঠিক বলেছ! তা জামাই বাবু, তুমি ষে বলেছিলে বইখানা অভিনয় করতে দেবে তার কি হোল ? ব্রজ। শেষে বুঝলুম অভিনয় করতে না দেওয়াই ভাল। না জেনে কোন লোকের নামে কিছু বলতে চাইনে, তবে এইটে বলতে পারি— ঈর্ষাটা মানুষের মনে স্বভাবতঃই প্রবল । নবীন । তা সত্যি বলেছ। उछ । उl छ्ॉफू यांब्रl निtछ cगcष उॉप्नद्र शंरङ ददे cन●ब्राँ আমার বড় ভাল মনে হয় না ।