পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিজস্ব সম্পত্তি । 8፩ ব্রজ। বেশ হয়েছে ? . রাখাল। হঁ্য বেশ হয়েছে—কেবল একটু--- রজ। কেবল একটু কি ? রাখtল । একটু যেন ঘটনার অভাব ! বজ"। ঘটনার অভাব ! আশ্চর্য্য কল্লে ষে ! রাখাল । ই ঘটন। বড়ই কম হয়েছে । ব্রজ আশ্চৰ্য্য আশ্চৰ্য্য! তুমি যদিও একজন সমজদার লোক এবং তোমার সমজদারিত্বের উপর আমার অটল বিশ্বাস কিন্তু তবুও একথাটায় আমি তোমার সঙ্গে একমত হতে পারছিনে। আমার মতে বরং ঘটনাটা একটু বেশীই হয়েছে। নবীন কি বল হে ? নবান । হঁ। আমারও মতে ঘটনা যথেষ্ট আছে—আর প্রথম দিকের পরিচ্ছেদ গুলি অত্যন্ত কোতুহল উদ্দীপক, কিন্তু শেষাশেষি কৌতুহলট যেন একেবারেই কমে আসে । ব্রজ। কমে আসে? আমি কিন্তু অন্ত যাকে যাকে পড়ে শুনিয়েছি, সকলেই ত বল্লেন কৌতুহল বাড়ে । নবীন। আচ্ছা গিন্নিকে জিজ্ঞাসা কর—উনি ত তোমার খুব eqq EīR admerer i স্ত্রী। ওঁর যেমন কথা তুমি শোন জামাই বাবু! আমি সমস্ত বইখানির কোথাও একটু খুং পাইনি। রজ। তাই বল! মেয়েরা যেমন ঠিকটি বোঝে, পুরুধের অমন কখন বুঝতে পারে না । স্ত্রী । আমার কেবল মনে হয়—-একটু বেশী বড় হয়েছে। রজ। আকারে বড় হয়েছে—ন বলছ ঘটনার আধিক্য বেশী হয়েছে ?