& 8 কৌতুক নাট্য। মা । কিন্তু আমার ত ভাই আরাম বোধ হচ্ছে। মতি। আরাম বোধ হচ্ছে ? কক্ষণে না, তা হতেই পারে না ! মন্দা ত এখানে নেই, প্রিয়া-সঙ্গ ছাড়া হয়ে কি করেভূমি এ দক্ষিণে বাতাস উপভোগ করবে—এ আমি কল্পনাই করতে পারিনে,--নিশ্চয়ই ঠাট্টা করছ । মা ! সত্যি করে বলছি, মাথার দিব্যি ঠাট্ট নয়, বাতাসটা বড়ই ভাল লাগছে । মতি । সত্যি করে বলছ ! হা হতভাগ্যে মন্দাকিনি, তোর অদৃষ্টে এই ছিল ! হা পিতঃ ! হা মাতঃ ! এমন গুপ্রেমিক অরসিক হৃদয়হীনের হাতে কি করে তোমাদের মেহের কন্ত সমর্পণ করেছিলে ? মা। থামহে, বাতাসটা গরম গরম ঠেকছে বটে,—বুঝতে পারছি ক্রমশঃই অসহ্য হয়ে উঠবে। মতি । কিন্তু হে অপ্রেমিক, আমার এ বিরহজালােট কিরূপ অসহ্য তাকি তুমি বুঝতে পারবে ? মা । না ভাই সেটি ঠিক পারব বলে মনে হচ্ছে না । সেই দশ বছরের মেয়ের প্রেমে এত হাবুডুবু, এত ফেঁাশফোশানি, এত হাসফাশানি,—আমার বোঝার অসাধ্য ! মতি। রে নিষ্ঠুর, রে নিয়ম, তা তুমি কি করে বুঝবে ? তা নাই ফুঝলে, সে দুঃখ আমি সইতে পারি । কিন্তু হার । আমার প্রাণের প্রাণ, জীবনের জীবন, হৃদয়ের সদয়, অtহা! না জানি আমার জন্য সে কতই কাতর ! একটু গরম হলে, একটু বৃষ্টি হলে, একটু মৃদ্ধ বাতাস বইলে একটু জোর বাতাস উঠলে আমার বিরহে তার প্রাণ বোধ হয় আমারি মতন আকুল হয়ে ওঠে : হায় কে বলে দেবে— মা। সেটুকু আমি বলে দিচ্ছি ! অত ভাববার কারণ নেই,— <थद्देषांज
পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।