বিবিল ক্ৰপ্ৰা। (2 || আমরা কাহাকেও যখন ভালবাসি তখনি যে আমাদের ভালবাসার উদয় তাহ নছে, প্রকৃত পক্ষে ভাল বাসিবার বহু পূর্বেই আমরা ভালবাসি। কথাটা শুনিতে কিছু অদ্ভুত কিন্তু তাই বলিয়। অমূলক নয়। ভালবার্সিবার আগে ভালবাসার প্রসর অসীম। কোন বস্তুর কাঠাম নিৰ্ম্মিত হইলেই তাহার ছায়াময় অনন্ত পরিসর চলিয়া যায়, তাহ সীমার মধ্যে আসিয়া পড়ে,—মুতরাং ব্যক্তি বিশেষকে ভাল বাসিলে ভালবাসার আয়তন সঙ্কীর্ণ হইয়া আসিয়ছে ইহারই পরিচয় প্রধান করে। তাহার পূৰ্ব্বে স্বর্গমস্থ্যের প্রত্যেক স্বদুখ শোভা, প্রত্যেক সঙ্গীত সেই প্রেমপূর্ণ হৃদয়ের প্রসারিত কল্পনা তরঙ্গ। লতা, পাতা, গাছ, ফুল, স্বৰ্য্য, চন্দ্র সকলেই তখন তাহার অনন্ত আকাঙ্গার অসংখ্য প্রেমরূপ বিকাশ। বিশ্বের আকাশ তখন তাহার ীেবনস্বপ্নে পরিব্যাপ্ত, সুতরাং স্বপ্নই তখন তাহার জীবনের সর্বস্ব। স্বপ্ন জগতের এই কাল্পনিক মূৰ্বি তখন আমরা জঃগ্রহজীবনে ধরিতে পারি না--তাহীরা গোলাপ নহে, রং মাত্র, তাহারা দীপ নহে, শুধু আলোক মাত্র, তাহারা মূৰ্ত্তি নহে কেবল ভাব মাত্র । কেহ কেহ বলেন ইহাই জীবনের চরম মুখের অবস্থা ।
পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।