পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 কাজ । নৌকা ও গাধা উভয়ে মিলিয়া মিশিয়া ত গঙ্গাযাত্র করিলেন আর এদিকে ধোবা ও জেলে উভয়ে বিবাদ আরম্ভ করিল। ধোপা বলিল, “তোর দোষে আমার গাধা গেল, তুই কেন নৌক আমন আলগা করিয়া বাধিয়াছিলি ?” জেলে বলিল—“তোর দোষে আমার নৌকা গেল, তোর গাধt আমার নৌকায় না চড়িলে ত আর আমার নৌক যাইত না।” এখন দোষ কার ঐ দোষ যাহারই হৌক—প্রত্যেকেই যদি আপনার দোষ বুঝিয়া ভবিষ্যতে তাহা হইতে সাবধান হইতে চেষ্টা করে—তাহ' হইলে কাজ অনেক সোজা হুইয়া আসে, কাজের বোঝাও হালকা হইয় পড়ে। কিন্তু উল্লিখিত ধোবা ও গাধার মত আমরা কেহ নিজের দোষ দেখি না, কেবল পরস্পরকে দোষারোপ করি মাত্র, তাই আমাদের কাজের কিছু অভাব নাই, কিন্তু কাজও কিছু হয় না। গ্নিন ডাউয়ার। আমি বলিতেছি—গভীর সমুদ্রের ভূত আমি ডাকিতে পারি। হটস্পার । কে না পারে ? আমি ও পারি, প্রত্যেক মানুষেই পারে। কিন্তু তুমি ডাকিলে তাহারা কি আসিবে ? গ্নিন ডাউয়ার। আমি বলিতেছি—-ভূতকে কি করিয়া আজ্ঞ; করিতে হয় আমি তাহ। তোমাকে শিথাইতে পারি। হটস্পার। আর সত্য কথা বলিয়া কিরূপে ভূত তাড়াইতে হয় আমি তাহা তোমাকে শিখাইতে পারি। সত্য কথা বলিলেই ভূত লজ্জায় পলাইবে। যদি ভূতকে জাগাইতে তোমার ক্ষমতা থাকে— তাহাকে এখানে আন—আমিও শপথ করিয়া বলিতেছি—আমি