মায় । b"> গতিরূপে তুমি চির বিরাজিত থাকিবে ইহাও তেমনি সত্য। অন্তকথার তোমার কিছুই চিরকাল একইরূপ থাকিবেন, অথচ তোমার কিছুই বিনষ্ট হইবেন। চেতন অচেতন সকল পদার্থই এই নিয়মের অন্তর্গত। বস্তুত: জড় ও জীবন্ত পদার্থের মূলগত, বস্তুগত স্বাতন্ত্রা আর কিছুই নাই, গতির মাত্রাভেদে তাহদের ভিন্ন ভিন্ন রূপ বিকাশ মাত্র। সূৰ্য্যালোকে যেমন তাহার ভয়ঙ্গ বেগের ভিন্ন ভিন্ন মাত্র হইতে ভিন্ন ভিন্ন বর্ণের উদয়, সেইরূপ গতির মধ্যে যাহা শ্রেষ্ঠ গতি, অর্থাৎ নিজে গতি চইয়া সহ অন্য গতিকে নিয়স্থিত করে তাছাই চেতন বা বৃদ্ধি শক্তি । ন্তোমার ক্ষুদ্র জড়শক্তি তোমার দেহ, তোমার সচেতন বুদ্ধি শক্তি দ্বার চালিত ; আর উক্ত চেতনীচেতন ক্ষুদ্র শক্তিকণা সমূহ বিশ্ব নিহিত । যে মহান সমষ্টি বুদ্ধি দ্বারা চালিত হইতেছে তাহাই জগতের পরাবৃদ্ধি লক্ষশক্তি । এইরূপে অনন্ত গতিতে অনস্ব স্থিতি, অনস্থ মায়াতে মনঃ সত্য বিরাজমান। ইহাই মায়াবাদের নিগূঢ় তত্ত্ব। ধtছার অন্তরূপ মনে করেন, ধাহারা ভাবেন, সংসার অবহেলা করিতে পারিলেই, সংসার হইতে আপনাকে বিচ্ছিন্ন করিতে পরিলেই, মারামুক্ত হইতে পারিবেন, তাছারা নিস্তান্তই মায়া কথা ভাবেন । কেননা তাহাতে কাছালো মাধ্য নাই, সহস্ৰ চেষ্টাতেও কেহ আপনাকে সংসার হইতে লোপ করিতে পরিবেন না, অর্থাৎ নিজের গতি রোধ করিতে পরিবেন না, কেবল স্রোন্তের বিমুপে চলিতে গিয়৷ পরাজিত দুৰ্ব্বল আত্মহারা ইষ্টযু অবশেষে সবল দ্রুতগতির সমষ্টিভুক্ত ইষ্টয়া পাপ্তরিত চক্টবেন মান ।
পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।