পাতা:কৌত্তক বিলাস.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ কৌস্তুক বিলাস । ভোগ সম চিরকাল ॥ তাহার শুনিয়া দুঃখ অন্য এক নারী। কহিতে আপন দুঃখ চক্ষে বহে বারি। বলে অামি রসবর্তী কত কাব্য জানি। অামারে মিলিল পতি শুষ্ক কা জিনি। গগুমুখ হস্তী সম মস্তি অনিবার। হিতে করে বিপরীত পীরিতে তাহারা ভল মন্দ নাহি বুঝে দ্বন্দ সদা করে। মুখের অশেষ দোষ বিদিত ংসারে ৷ স্বণ বর্ণ আছিল ভাবিয়া হৈল কাল। বিধির বদনে ছাই কি পোড় কপাল । অরসিকের প্রেম সই অরণ্যে রোদন । অন্ধ জন প্রতি যেন দেখান দপণ ৷ অন্য নারী বলে মূখ বরঞ্চতে ভাল। ভূজঙ্গ সমান পতি বুদ্ধি অতি খল ঈর্ষ ষে বেঁকা মুখ চোক কথা কয় । হিষাহিষি ঠেশাঠেশী সকল সময় ৷ কামিনী হইয়ে সন্ধি তবু সাধ নহে। তুষানল সম খল মম অঙ্গ দহে ॥ বিষ যদি পাই তাই করিয়ে ভোজন । ইচ্ছা হয় শুন আই ত্যজি লে| জীবন ৷ খলের পীরিতি সই বালি যেন বাধ । ক্ষণেকেতে হাতে দড়ি ক্ষণে ধরে চাদ ৷ আর এক নারী কহে করে হাহাকার। বল কেব। দুঃখি আছে সমান আমার অন্তরে অন্তর পতি শঠত। দুজন। কথায় চাতুর কাযে কে করে গণন। তাহার অধীন। আমি নাহি ভাবে মনে । অপর পরের ভাব তার সর্ব ক্ষণে ॥ কি করিব কি হইবে সদাই হুতাস । রসিক সুজন পেলে ত্যজি গৃহ বাস। শরে পীরিত সই