পাতা:কৌত্তক বিলাস.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস । ৭১ নিৰ্দ্ধোষ জানিয়া দ্বিজগণে দিল ছেড়ে । সঙ্গে লয়ে রঙ্গে বিপ্রসমূহ গোপাল। উপনীত হৈল আসি যথা মছি পাল। ব্রাহ্মণের কোল হল জয়ং খুনি। শুনিয়া পুলকে পূৰ্ণ হৈল নৃপমণি ॥ দ্বিজগণে কহে রায় কহু সমাচার কেমনে সে ঘোর দায় পাইলে নিস্তার ৷ পণ্ডিত সকলে বলে নবাব পাপিষ্ঠ। কএদ রাখিয়া দুষ্ট দিল বহু কষ্ট ভূমিকম্প যদবধি না হতো গণন । তদবধি বন্ধকৱি রাখিত রাজন ৷ নিশ্চয় নির্ণয় তায় কেকহিতে পারে। কেবল গোপাল হৈতে উদ্ধার এবারে ৷ শুনি রাজা হর ষিত বিশেষ বুঝির শতবিঘা মহত্রাণ দিলেন নিখিয়া আৱ নানা অভরণ রতন প্রবাল । শিরপা পাইল নাল ঘোড়া যোড়া সাল ৷ দিয়ে তারে নিজ ঘরে পাঠাইল রায় । হেনকালে অকস্মাং হইতে কোথায় । রাজার বেহাই সেই সভ মধ্যে যায় । পথশু কুন্ত শাস্ত শুম জল কায় ৷ দেখিয় তাহরে সম্ভষণ করে রায় । শ্ৰীশ্যাম কৌতুক করে বসিয়: সভায় । রাজার বেহায়ের সহিত কৈত্তক । দীর্ঘ ত্রিপদী। সভায় বেছাই যায়ঃ প্রশমী রাজার পায়ঃ করে রায় তারে অভ্যর্থন আইস হে মহাশয়। বসিতে যেতাজ্ঞ কয়ঃ কোথ। হুটতে হইল গমন । বেছাই বলে বচনঃ ত্যজি নিজ নিকেতনাঃ দেখিবারে তোমরে এসেছি। রাজ বলে ভালং বাটির কুসল বল দ্বিজ