এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বিদায়রীতি
হায় গো রানী, বিদায়-বাণী
এমনি ক’রে শোনে!
ছিছি, ওই-যে হাসিখানি
কাঁপছে আঁখিকোণে!
এতই বারে বারে কি রে
মিথ্যা বিদায় নিয়েছি রে,
ভাবছ তুমি মনে মনে
এ লোকটি নয় যাবার-
দ্বারের কাছে ঘুরে ঘুরে
ফিরে আসরে আবার॥
১০২