পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আমায় যদি শুধাও তবে
সত্য ক’রেই বলি,
আমারও সেই সন্দেহ হয়
ফিরে আসব চলি।
বসন্তদিন আবার আসে,
পূর্ণিমারাত আবার হাসে,
বকুল ফোটে রিক্ত শাখায়-
এরাও তো নয় যাবার,
সহস্রবার বিদায় নিয়ে
এরাও ফেরে আবার॥

একটুখানি মোহ তবু
মনের মধ্যে রাখো,
মিথ্যেটারে একেবারেই
জবাব দিয়ো নাকো।
ভ্রমক্রমে ক্ষণেক-তরে
এনো গো জল আঁখির ’পরে
আকুল স্বরে যখন কব-
‘সময় হল যাবার’।
তখন নাহয় হেসো যখন
ফিরে আসব আবার॥

১০৩