পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্বল্পশেষ

অধিক কিছু নেই গো কিছু নেই,
কিছু নেই।
যা আছে তা এই গো শুধু এই,
শুধু এই।
যা ছিল তা শেষ করেছি
একটি বসন্তেই।
আজ যা কিছু বাকি আছে
সামান্য এই দান-
তাই নিয়ে কি রচি দিব
একটি ছোটো গান।
একটি ছোটো মালা তোমার
হাতের হবে বালা,
একটি ছোটো ফুল  তোমার
কানের হবে দুল-
একটি তরুতলায় ব’সে
একটি ছোটো খেলায়
হারিয়ে দিয়ে যাবে মোরে
একটি সন্ধেবেলায়॥

১১৩