পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অধিক কিছু নেই গো কিছু নেই,
কিছু নেই।
যা আছে তা এই গো শুধু এই,
শুধু এই।
ঘাটে আমি একলা বসে রই,
ওগো আয়,
বর্ষানদী পার হবি কি ওই-
হায় গো হায়,
অকূল-মাঝে ভাসবি কে গো
ভেলার ভরসায়।
আমার তরীখান
সইবে না তুফান,
তবু যদি লীলাভরে
চরণ কর দান
শান্ত তীরে তীরে তোমায়
বাইব ধীরে ধীরে,
একটি কুমুদ তুলে তোমার
পরিয়ে দেব চুলে-
ভেসে ভেসে শুনবে বসে
কত কোকিল ডাকে
কূলে কূলে কুঞ্জবনে
নীপের শাখে শাখে।

১১৪