এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ক্ষুদ্র আমার তরীখানি-
সত্য করি কই,
হায় গো পথিক হায়,
তোমায় নিয়ে একলা নায়ে
পার হব না ওই
আকুল যমুনায়॥
১১৫
ক্ষুদ্র আমার তরীখানি-
সত্য করি কই,
হায় গো পথিক হায়,
তোমায় নিয়ে একলা নায়ে
পার হব না ওই
আকুল যমুনায়॥