পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

যাত্রী আছে নানা।
নানা ঘাটে যাবে তারা,
কেউ কারো নয় জানা।
তুমিও গো ক্ষণেক-তরে
বসবে আমার তরী-’পরে,
যাত্রা যখন ফুরিয়ে যাবে
মানবে না মোর মানা-
এলে যদি তুমিও এসো,
যাত্রী আছে নানা॥

কোথা তোমার স্থান?
কোন্ গোলাতে রাখতে যাবে
একটি আঁটি ধান?
বলতে যদি না চাও, তবে
শুনে আমার কী ফল হবে,
ভাবব বসে খেয়া যখন
করব অবসান-
কোন্ পাড়াতে যাবে তুমি,
কোথা তোমার স্থান॥

১১৯