পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অকালে

ভাঙা হাটে কে ছুটেছিস
পসরা লয়ে।
সন্ধ্যা হল, ওই-যে বেলা
গেল রে বয়ে।
যে-যার বোঝা মাথার ’পরে
ফিরে এল আপন ঘরে,
একাদশীর খণ্ড শশী
উঠল পল্লীশিরে।
পারের গ্রামে যারা থাকে
উচ্চকণ্ঠে নৌকা ডাকে,
হাহা করে প্রতিধ্বনি
নদীর তীরে তীরে।
কিসের আশে ঊর্ধ্বশ্বাসে
এমন সময়ে
ভাঙা হাটে তুই ছুটেছিস
পসরা লয়ে॥

১৩৫