এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কৃতার্থ
এখনো ভাঙে নি ভাঙে নি মেলা,
নদীর তীরের মেলা।
এ শুধু আষাঢ়-মেঘের আঁধার
এখনো রয়েছে বেলা।
ভেবেছিনু দিন মিছে গোঙালেম,
যাহা ছিল বুঝি সবই খোয়ালেম—
আছে আছে তবু, আছে ভাই, কিছু
রয়েছে বাকি।
আমারও ভাগ্যে আজ ঘটে নাই
কেবলই ফাঁকি॥
বেচিবার যাহা বেচা হয়ে গেছে,
কিনিবার যাহা কেনা।
আমি তো চুকিয়ে দিয়েছি নিয়েছি,
সকল পাওনা দেনা।
১৬৪