পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

এ পার হতে ও পার ছেয়ে
ঘন মেঘের সারি,
শ্রাবণ-দিনে ভরা গাঙে
দুকুল-হারা পাড়ি।
অনেক খেলা, অনেক মেলা,
সকলই শেষ ক’রে
চল্লিশেরই ঘাটের থেকে
বিদায় দিনু তোরে॥


ওগো তরুণ তরী,
যৌবনেরই শেষ ক’টি গান
দিনু বোঝাই করি।
সে-সব দিনের কান্না হাসি
সত্য মিথ্যা ফাঁকি
নিঃশেষিয়ে যাস রে নিয়ে,
রাখিস নে আর বাকি।
নোঙর দিয়ে বাঁধিস নে আর,
চাহিস নে আর পাছে,
ফিরে ফিরে ঘুরিস নে আর
ঘাটের কাছে কাছে।

১৭৫