এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বিলম্বিত
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি।
তখন ছিল দখিন হাওয়া
আধ ঘুমো আধ্ জাগা,
তখন ছিল সর্ষেক্ষেতে
ফুলের আগুন লাগা।
তখন আমি মালা গেঁথে
পদ্মপাতায় ঢেকে
পথে বাহির হয়েছিলেম
রুদ্ধ কুটীর থেক,!
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি॥
১৮৫