পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কাজল দিতে প্রদীপখানি
মিথ্যা কেন জ্বালো।

এসো হেসে সহজ বেশে,
আর কোরো না সাজ।
গাঁথা যদি না হয় মালা
ক্ষতি তাহে নাই গো বালা,
ভূষণ যদি না হয় সারা।
ভূষণে নাই কাজ।
মেঘে মগন পূর্বগগন,
বেলা নাই রে আজ।
এসো হেসে সহজ বেশে,
নাই বা হল সাজ॥

শিলাইদহ
২৭ জ্যৈষ্ঠ ১৩০৭
১৩
১৯৩