এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কল্যাণী
বিরল তোমার ভবনখানি
পুষ্পকাননমাঝে—
হে কল্যাণী, নিত্য আছ
আপন গৃহকাজে।
বাইরে তোমার আম্রশাখে
স্নিগ্ধরবে কোকিল ডাকে,
ঘরে শিশুর কলধ্বনি
আকুল হর্ষভরে।
সর্বশেষের গানটি আমার
আছে তোমার তরে।
প্রভাত আসে তোমার দ্বারে
পুজার সাজি ভরি,
সন্ধ্যা আসে সন্ধ্যারতির
বরণ-ডালা ধরি।
১৯৮