এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
যথাস্থান
কোন্ হাটে তুই বিকোতে চাস
ওরে আমার গান,
কোন্খানে তোর স্থান।
পণ্ডিতেরা থাকেন যেথায়
বিদ্যেরত্নপাড়ায়-
নস্য উড়ে আকাশ জুড়ে,
কাহার সাধ্য দাঁড়ায়,
চলছে সেথায় সূক্ষ্ম তর্ক
সদাই দিবারাত্র
পাত্রাধার কি তৈল কিম্বা
তৈলাধার কি পাত্র-
পুঁথিপত্র মেলাই আছে
মোহধ্বান্তনাশন,
তারি মধ্যে একটি প্রান্তে
পেতে চাস কি আসন।
গান তা শুনি গুঞ্জরিয়া
গুঞ্জরিয়া কহে-
নহে নহে নহে॥
৩৬