পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ঘরে ধায় সে ছুটি পায় সে
যখন মাঝে মাঝে,
বালিশতলে বইটি চাপা,
টানিয়া লয় তারে-
পাতাগুলিন হেঁড়াখোঁড়া।
শিশুর অত্যাচারে,
কাজল-আঁকা সিঁদুর-মাখা,
চুলের-গন্ধে-ভরা
শয্যাপ্রান্তে ছিন্নবেশে
চাস কি যেতে ত্বরা!
বুকের ’পরে নিশ্বসিয়া
স্তব্ধ রহে গান—
লোভে কম্পমান॥


কোন্ হাটে তুই বিকোতে চাস
ওরে আমার গান,
কোথায় পাবি প্রাণ।
যেথায় সুখে তরুণ-যুগল
পাগল হয়ে বেড়ায়,
আড়াল বুঝে আঁধার খুঁজে
সবার আঁখি এড়ায়,

৩৯