পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অপটু

যতবার আজ গাঁথনু মালা
পড়ল খসে খসে-
কী জানি কার দোষে।
তুমি হোথায় চোখের কোণে
দেখছ বসে বসে।
চোখদুটিরে, প্রিয়ে,
শুধাও শপথ নিয়ে,
আঙুল আমার আকুল হল
কাহার দৃষ্টিদোষে॥

আজ যে বসে গান শোনাব
কথাই নাহি জোটে,
কণ্ঠ নাহি ফোটে।
মধুর হাসির খেলে তোমার
চতুর রাঙা ঠোঁটে।
কেন এমন ত্রুটি
বলুক আঁখি দুটি।
কেন আমার রুদ্ধ কণ্ঠে
কথাই নাহি ফোটে।

৫৫