পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

উৎসৃষ্ট

মিথ্যে তুমি গাঁথলে মালা
নবীন ফুলে,
ভেবেছ কি কণ্ঠে আমার
দেবে তুলে।
দাও তো ভালোই, কিন্তু জেনো
হে নির্মলে—
আমার মালা দিয়েছি, ভাই,
সবার গলে।
যে-কটা ফুল ছিল জমা
অর্ঘ্যে মম
উদ্দেশেতে সবায় দিনু-
নমো নমঃ॥

কেউ-বা তাঁরা আছেন কোথা
কেউ জানে না,
কারো-বা মুখ ঘোমটা-আড়ে
আধেক-চেনা।

৫৭