পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আমি আমায় পাড়ব গালি,
তোমরা তখন ভাববে খালি
কলম কষে বসে বসে
প্রতিবাদের প্রতি বচন।
আমায় হয়তো করতে হবে
আমার লেখা সমালোচন॥

লিখব ইনি কবিসভায়
হংসমধ্যে বকো যথা।
তুমি লিখবে-কোন্ পাষণ্ড
বলে এমন মিথ্যা কথা!
আমি তোমায় বলব- মূঢ়,
তুমি আমায় বলবে রূঢ়,
তার পরে যা লেখালেখি
হবে না সে রুচিরোচন।
তুমি লিখবে কড়া জবাব,
আমি কড়া সমালোচন॥

৫ আষাঢ়

৯৩