এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শ্ৰীযুক্ত লাজশেখর বস্থ বন্ধুবরেষু— যদি দেখে খেলিমটা খসিয়াছে বুদ্ধের, যদি দেখো চপলতা, প্রলণপেতে সফলতা ফলেছে জীবনে সেই ছেলেমিতে—সিদ্ধের, যদি ধরা পড়ে সে যে নয় ঐকান্তিক ঘোর বৈদান্তিক, দেখে। গম্ভীরতায় নয় অতলান্তিক, ফাদি দেখো কথা তার কোনো মানে মোদার হয়তো ধারে না ধার, মাথা উদভ্ৰান্তিক, মনখান পৌছয় ক্ষ্যাপামির প্রান্তিক, তবে তার শিক্ষণর দাও যদি ধিক্কার হুধাব বিধির মুখ চারিটা কী কারণে ।