পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৫ আধখানা বেল খেয়ে কানু বলে — “কোথা গেল বেল একখানা,” আধা গেলে শুধু আধা বাকি থাকে, যত করি আমি ব্যাখ্যান, সে বলে,—“তাহোলে মহা ঠকিলাম, আমি তো দিয়েছি ষোলো আনা দাম” হাতে হাতে সেটা করিল প্রমাণ ; ঝাড়া দিয়ে তার ব্যাগখানা | X8