এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-NIP 기 ৮৫ গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় দিনরাত একা বসে কাটালে৷ সে পাবনায়,— নাম তার চুনিলাল, ডাক নাম বোড়কে । ১ গুলো সবই ১ সাদা আর কালে কি, গণিতের গণনায় এ মতটা ভালো কি ? অবশেষে সাম্যের সামলাবে তোড় কে ? একের বহর কভু বেশি কভু কম হবে, একরীতি হিসাবের তবুও কি সম্ভবে ? ৭ যদি বঁাশ হয়, ৩ হয় খড়কে, তবু শুধু ১০ দিয়ে জুড়বে সে জোড় কে ? যোগ যদি করা যায় হিড়িম্বা কুন্তীতে, সে কি ২ হোতে পারে গণিতের গুণতিতে ? যতই না কষে নাও মোচা আর থোড়কে তার গুণ-ফল নিয়ে আঁক যাবে ভোড়কে ॥ ᎼᎽ