পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

신 | ১০৩ নাম তার চিনুলাল হরিরাম মোতিভয়, কিছুতে ঠকায় কেউ এই তার অতি ভয় । সাতানববই থেকে তেরোদিন ব’কে ব’কে বারোতে নামিয়ে এনে তবু ভাবে, গেল ঠাকে। মনে মনে আঁক কষে, পদে পদে ক্ষতি-ভয় । কষ্টে কেরাণী তার টিকে আছে কতিপয় ॥ >8>