পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

માનશા নিধু বাক ক’রে ঘাড় ওড়নাট উড়িয়ে, বলে, “মোর পাকা হাড়, যাব নাকে বুড়িয়ে । যে যা খুসি করুকৃ না, মারুক না ধরুক না, তাকিয়াতে দিয়ে ঠেস দেব সব তুড়িয়ে।” গালি তারে দিলে লোকে হাসে নিধু আড়চোখে, বলে,—“দাদা, আরো বলে কান গেল জুড়িয়ে ॥” 히 পিসে হয় কুলদার, ভুলুদার কাক সে, আড়চোখে হাসে, আর করে ঘাড় বাক সে । যবে গিয়ে শালিখায় সাহেবের গালি খায়, “কেয়ার করিনে”—ব’লে তুড়ি মারে আকাশে ॥ যেদিন ফয়জাবাদে পত্নী ফুপিয়ে কাদে “তবে আসি”—ব’লে হাসি চলে যায় ঢাকা সে ॥