এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
খাপছাড়া ২৪ রবীন্দ্রনাথ ঠাকুর
বর এসেছে বীরের ছাঁদে বিয়ের লগ্ন আটটা।
পিতল-আঁটা লাঠি কাঁধে, গালেতে গালপাট্টা।
শ্যালীর সঙ্গে ক্রমে ক্রমে
আলাপ যখন উঠল জমে,
রায়বেঁশে নাচ নাচের ঝোঁকে মাথায় মারলে গাঁট্টা।
শ্বশুর কাঁদে মেয়ের শোকে, বর হেসে কয়—“ঠাট্টা।”