এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-NI 기 ৪৬ “সময় চলেই যায়”— নিত্য এ নালিশে উদ্বেগে ছিল ভুপু মাথা রেখে বালিশে । কজির ঘড়িটার উপরেই সন্দ, একদম ক’রে দিল দম তার বন্ধ, সময় নড়ে না আর , হাতে বাধা খালি সে, ভুপুরাম অবিরাম— বিশ্রামশালী সে। বী-বী করে রোদুর,— তবু ভোর পাঁচটায় ঘড়ি করে ইঙ্গিত ডালাটার কাচটায় ; রাত বুঝি ঝকৃঝকে কুঁড়েমির পালিসে । বিছানায় পড়ে তাই দেয় হাততালি সে ।