পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

신 기 8에 উজ্জ্বলে ভয় তার ভয় মিট্‌মিটেতে, বtালে তার যত ভয় তত ভয় মিঠেতে | ভয় তার পশ্চিমে ভয় তার পূর্বে, যে দিকে তাকায়, ভয় সাথে সাথে ঘুরবে ; ভয় তার আপনার বাড়িটার ইটেতে, ভয় তার অকারণে অপরের ভিটেতে । ভয় তার অন্তরে, ভয় তার ভূত প্রেতে ভয় তার মন্তরে । দিনের আলোতে ভয় সামনের দিঠেতে, রাতের আঁধারে ভয় আপনারি পিঠেতে ॥