পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনাহত দাড়িয়ে আছ অাধেক-খোলা বাতায়নের ধারে, নুতন বধু বুঝি ? আসবে কখন চুড়িওল৷ তোমার গৃহদ্বারে লয়ে তাহার পুজি । দেখছ চেয়ে, গোরুর গাড়ি উড়িয়ে চলে ধুলি খর রোদের কালে ; দূর নদীতে দিচ্ছে পাড়ি বোঝাই নৌকাগুলি, বাতাস লাগে পালে। অাধেক-খোলা বিজন ঘরে ঘোমটা-ছায়ায়-ঢাকা একলা বাতায়নে 8