পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তখন মোর। মোর। মোর। নিরুদ্যম আকাশতলে ঢেউ তুলেছে পাখিরা গান গেয়ে । তখন পথের ছুটি ধারে ফুল ফুটেছে ভারে ভারে, মেঘের কোণে রঙ ধরেছে— দেখি নি কেউ চেয়ে । অাপন-মনে ব্যস্ত হয়ে চলেছিলেম ধেয়ে । সুখের বশে গাই নি তো গান, করি নি কেউ খেলা । চাই নি ভুলে ডাহিন-বায়ে, হাটের লাগি যাই নি গায়ে, হাসি নি কেউ, কই নি কথা— করি নি কেউ হেলা । ততই বেগে চলেছিলেম যতই বাড়ে বেলা । જીસ્વ