পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃপণ আমি ভিক্ষণ করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বণরথে । অপূর্ব এক স্বপ্নসম লাগতেছিল চক্ষে মম— কী বিচিত্র শোভা তোমার, কী বিচিত্র সাজ । আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ ! অাজি শুভক্ষণে রাত পোহালো— ভেবেছিলেম, তবে ψύρ