পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমার ঘোড়া রয়েছে সাজ প’রে, 4 বাহিরে দেখে দাড়ায়ে তব রথ । বিদায়পথে দিয়েছি বটে বাধা কেবল শুধু করুণ কলগীতে, চেয়েছি বটে রাখিতে হেথা বাধা কেবল শুধু চোখের চাহনিতে । পথিক ওগো, মোদের নাহি বল, রয়েছে শুধু আকুল আঁখিজল । নয়নে তব কিসের এই গ্রানি, রক্তে তব কিসের তরলতা ? আঁধার হতে এসেছে নাহি জানি তোমার প্রাণে কাহার কী বারতা । সপ্তঋষি গগনসীমা হতে কখন কী যে মন্ত্র দিল পড়ি— তিমিররাতি শব্দহীন স্রোতে হৃদয়ে তব আসিল অবতরি । বচনহারা অচেনা অদভুত তোমার কাছে পাঠালো কোন দূত । এ মেলা যদি না লাগে তব ভালো, শাস্তি যদি না মানে তব প্রাণ— b)