পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভার তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা । এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও । ভারের বেগেতে চলেছি, আমার এ যাত্রা তুমি থামাও। যে তোমার ভার বহে কভু তার সে ভারে ঢাকে না আঁখি, পথে বাহিরিলে জগৎ তারে তো দেয় না কিছুই ফাকি । অবারিত অালো ধরে আসি তার হাতে, বনে পাখি গায়— নদীধারা ধায়— চলে সে সবার সাথে । তুমি কাজ দিলে কাজেরই সঙ্গে দাও যে অসীম ছুটি, তোমার আদেশ আবরণ হয়ে আকাশ লয় না লুটি । Ե Շ