পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুদ্ধত্বয়ার ঘরে কতবার খুজেছিল মন পথ পালাবার, এবার তোমার অাশাপথ চাহি বসে রব খোলা হুয়ারে— তোমারে ধরিতে হইবে বলিয়া ধরিয়া রাখিব আমারে । হে মোর পরানবধু হে, কখন যে তুমি দিয়ে চলে যাও পরানে পরশমধু হে । [ পৌষ ১৩১২ ]