পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিছন হতে দখিন-সমীরণে ফুলের গন্ধ আসবে আঁধার বেয়ে, অসময়ে হঠাৎ ক্ষণে ক্ষণে আবেশেতে দিবে হৃদয় ছেয়ে। চলো এবার, কোরো না আর দেরি— মেঘের আভাস আকাশ-কোণে হেরি। হাটের সাথে ঘাটের সাথে আজি ব্যাবসা তোর বন্ধ হয়ে গেল । এখন ঘরে আয় রে ফিরে মাঝি, আঙিনাতে আসনখানি মেলে । ভুলে যা রে দিনের আনাগোনা, জালতে হবে সারা রাতের আলো । শ্রাস্ত ওরে, রেখে দে জাল বোন, গুটিয়ে ফেলা সকল মন্দভালো । ফিরিয়ে আনো ছড়িয়ে-পড়া মন— সফল হোক সকল সমাপন । বোলপুর ১• বৈশাখ ১৩১৩ ծ օ եր