পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোকিল অাজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে বাংলাদেশে ছিলেম যেন তিন-শো বছর অাগে । সে দিনের সে স্নিগ্ধ গভীর গ্ৰামপথের মায়া অামার চোখে ফেলেছে অণজ অশ্রটজলের ছায় । পল্লীখানি প্রাণে ভরা, গোলায় ভরা ধান, ঘাটে শুনি নারীর কণ্ঠে হাসির কলতান । সন্ধ্যাবেলায় ছাদের পরে দখিন-হাওয়া বহে, তারার আলোয় কারণ ব’সে পুরাণ-কথা কহে । } e >