পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজি কোন লাজে বা বলব আমি তোমায় শুধু চাহি, আমি বলব কেমন করে— শুধু তোমারি পথ চেয়ে আমি রজনী দিন বাহি, তুমি আসবে আমার তরে। আমার দৈন্তখানি যত্বে রাখি, রাজৈশ্বর্ষে তব তারে দিব বিসর্জন— ওগো, অভাগিনীর এ অভিমান কাহার কাছে কব, তাহা রইল সংগোপন । আমি সুদূর-পানে চেয়ে চেয়ে ভাবি আপন-মনে হেথা তৃণে আসন মেলে— তুমি হঠাৎ কখন আসবে হেথায় বিপুল আয়োজনে তোমার সকল আলো জেলে। তোমার রথের পরে সোনার ধ্বজ ঝলবে ঝলোমল, সাথে বাজবে বাশির তান— তোমার প্রতাপ-ভরে বসুন্ধরা করবে টলেমিল, আমার উঠবে নেচে প্রাণ। তখন পথের লোকে অবাক হয়ে সবাই চেয়ে রবে, তুমি নেমে আসবে পথে। হেসে স্থ হাত ধরে ধুলা হতে আমায় তুলে লবে তুমি লবে তোমার রথে । 98