পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সব-পেয়েছি’র দেশ সব-পেয়েছি'র দেশে কারে নাই রে কোঠাবাড়ি— তুয়ার খোলা পড়ে আছে, f কোথায় গেল দ্বারী ! অশ্বশালায় অশ্ব কোথায়, হস্তীশালায় হাতি । স্ফটিকদীপে গন্ধতৈলে জ্বালায় না কেউ বাতি । রমণীর মোতির সিথি পরে না কেউ কেশে । দেউলে নেই সোনার চূড়া সব-পেয়েছি’র দেশে । পথের ধারে ঘাস উঠেছে গাছের ছায়াতলে, স্বচ্ছতরল স্রোতের ধারা পাশ দিয়ে তার চলে । কুটিরেতে বেড়ার পরে দোলে কুম্কা-লতা, সকাল হতে মৌমাছিদের ব্যস্ত ব্যাকুলত । >88