এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>>8 ۔ ۔ ۔ ۔ --سم۔ اے - سہ -
- ांत्री-भछठ
এক বিন্দু গঙ্গাজল জেই জীবে পাএ। সৰ্ব্ব পাপমুক্ত হইয়া স্বৰ্গলোকে জাএ ॥ অশেষ পাতকরাশি হরে এক তিলে । বৈকুণ্ঠে গমন এক বিন্দু গঙ্গাজলে । নিরুপক্ষ বিধি করে করে বিড়ম্বন । সেই সে না পাএ গঙ্গাজল এক কণা ৷ ভজ গঙ্গা পূজ গঙ্গা কর গঙ্গাস্নান । গঙ্গার মহিমা শুন কর গুণ গান ॥ শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গামঙ্গল ॥ ভগীরথ মহারাজা করিল স্বকাজ । গজারে প্রণাম করি গেল নিজ রাজ ॥ দেশেরে আইলা রাজা পরম তপস্বী । দেখিবারে তাহানে আইলা মুনি ঋষি ॥ আসিয় রাজারে সবে কৈলা আশীৰ্ব্বাদ । ধন্ত পন্ত করিয়া করিলা অনুবাদ ॥ স্বৰ্য্যবংশে জন্ম তোমার হইল সফল । তোমার অধিক নাহি পৃথিবীমণ্ডল । পরম তপস্বী তুমি ধৰ্ম্ম কৈলা সার। ঘুচাইলা পৃথিবীর জথ পাপভায় ॥ আপনার গণ সব করিলা উদ্ধার । তোমা হোতে তিন লোক পাইল নিস্তার ॥