পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ONo গঙ্গা-মঙ্গল ফুটিল পুষ্পগণ পারিজাত ৰন ভ্রমরাএ পিএ মকরন ॥ ঘুচিল রোগ শোক পরম কৌতুক ভুবনে জয় জয় করে। অমুর জথ জন হইল মোহন জে দিন' প্ৰভু অবতরে ॥ সত্ত্ব গুণময় কগুপ-নিলয় হইল সকল প্রকাশ । দ্বিজ মাধব ওই সে সাধৰ জন্ম রস অভিলাস ॥ سستے (e) نصبے মল্লার রাগ । শুভক্ষণ জন্ম দিন হইল সকল । বিষ্ণু অবতার কাল পরম নিৰ্ম্মল । শুভ রাশি শুভ ক্ষণ হইল শুভ তিথি । বিষ্ণু অংশে পুত্র প্রসব হইল অদিতি। জয় জয় ত্রিবিক্রম কৈলা পরকাশ । কোটী কোটী চান্দ জেন উদয় প্রকাশ ॥ ধ্রু। নদ নদী প্রসন্ন হইল জল স্থল। প্রসন্ন সলিলে সব ফুটিল কমল ৷ প্রসন্ন হৈল দশ দিগ প্রসন্ন আকাশ । সাধু জনের মনে অধিক উল্লাস। নব জলধর জিনি শুমি মনোহর । অপরূপ রূপ দেখিতে সুন্দর ৷